গাজীপুর মহানগর জামায়াতের ষান্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত

জামায়াতের নেতা কর্মীদের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে -অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

জামায়াতের নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের গাজীপুর মহানগরীর প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং গাজীপুরকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাঁটিতে পরিণত করার জন্য আহবান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তর জামায়াতের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

তিনি আজ ২ আগষ্ট গাজীপুর মহানগর জামায়াতের ষান্মাসিক শুরা অধিবেশন প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় গাজীপুর মহানগর ষান্মাসিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, উপযুক্ত ও দেশ প্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান, পরহেজগার ও দেশ প্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে। এই জন্য গাজীপুরের প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে জোরদার প্রচারণা চালিয়ে যেতে হবে। উক্ত শুরা অধিবেশনে জানুয়ারি’২৫ থেকে জুন ‘২৫ ষান্মাসিক রিপোর্ট আলোচনা পর্যালোচনা করা হয়। প্রধান অতিথি আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে, দাওয়াতি কাজের জন্য শুরা সদস্যসহ সর্বস্তরের দায়িত্বশীলদের কঠোর পরিশ্রম করার আহবান জানান।

উক্ত শুরা অধিবেশনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য,গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি, গাজীপুর সদর মেট্রো থানা আমীর ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আবু সিনা নুরুল ইসলাম মামুন, মোঃ নজরুল ইসলাম, এ এইচ এম ইরফানুল হক, মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, মাওলানা মোঃ নুরুল আমিন, মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগরীর প্রতিটি থানার আমীরগনসহ গাজীপুর মহানগরীর সকল পুরুষ ও নারী শুরা সদস্যগন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *