সাতক্ষীরার প্রথম শহীদ আসিফের স্মরণে পাঠাগার উদ্বোধন

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফের স্মরণে পাঠাগার। স্থানীয় শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পাঠাগারটি নতুনভাবে যাত্রা শুরু করল শিক্ষা, জ্ঞান ও মানবিক চেতনার বিকাশে।

রবিবার (৩ আগস্ট) দুপুর দেড়টায় সাতক্ষীরা সরকারি কলেজের লাইব্রেরি রুমে শহীদ আসিফ স্মৃতি পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. মাসুদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পাঠাগারের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন। এছাড়া শহীদ আসিফের ভাই মো. রাকিব হোসেন, শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নোমান হোসেন নয়ন বলেন, শহীদ আসিফ শুধু একজন সংগ্রামী মানুষই নন, তিনি একটি আদর্শের নাম। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে এই পাঠাগার গড়ে তোলা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির কখনো ব্যক্তিগত কৃতিত্বের জন্য কাজ করে না, বরং সবসময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে। এই পাঠাগারের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে জানার পাশাপাশি জ্ঞান অর্জনের সুযোগ পাবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *