সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত
সাতক্ষীরা জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লিডার্স এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সুইডেন এম্বাসী এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
কমিউনিটি ভিত্তিক জাতীয় সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) এর আওতায় “জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর সহিংসতা প্রতিরোধে করণীয়” শীর্ষক বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার, লিডার্স এর প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা, ফিনান্স এন্ড এডমিন অফিসার রিচার্ড হালদার, ফিল্ড ফ্যাসিলিটিটর কে এম আক্তার হোসেন, চেয়ারম্যান গাবুরা ইউনিয়ন পরিষদ জি এম মাসুদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে রিডার্স-এর প্রতিনিধিরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন এলাকার নারী প্রতিনিধি, যুব সংগঠক, এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সিআরইএ প্রজেক্ট লিডার্স সুব্রত অধিকারী।


