কলারোয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৫ শে আগষ্ট) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। তিনি গত মাসের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভার আলোচনা ও পর্যালোচনার গৃহীত সিদ্ধান্তসমুহ উপস্থিত সদস্যদের সামনে পাঠ করে সকলকে অবহিত করেন। গতমাসের ১২ টি সিদ্ধান্ত গৃহীত হয় এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত উন্নতি এবং অপরাধ প্রবণতা হ্রাসের লক্ষে প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে তৎপর ও অবৈধ অস্ত্রউদ্ধার অভিযান অব্যাহত রাখা সহ গুরুত্বপূর্ণ ১২ টি বিষষ গৃহীত বিষয় আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ তৎপর আছে বলে তিনি জানান।
আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এ সময় আরো উপষ্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ,আবাসিক মেডিকেল অফিসার ড.বাপ্পি কুমার দাস,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোকনুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ আরশাফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুন নাহার,যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার, কলারোয়া থানা(ওসি)’র প্রতিনিধি সজীব বালা, বাংলাদেশ জামায়াত ইসলামী কলারোয়া পৌর শাখার সভাপতি অধ্যাপক ইউনুস আলী বাবু,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মদ আলী, ১ নং জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, মোঃ সোহেল হোসেন ( চেয়ারম্যান), মোঃ মাহবুবুর রহমান মফে (চেয়ারম্যান), মোঃ মোয়াজ্জেম হোসেন (চেয়ারম্যান), মোঃ আবু সাঈদ (চেয়ারম্যান),মোছাঃসোনিয়া লায়লা (ভারপ্রাপ্ত চেয়ারম্যান)মোছাঃ সেলিনা খাতুন (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মোঃ মোখলেছুর রহমান(ভারপ্রাপ্ত চেয়ারম্যান), উপজেলার ১২ নং ইউপি চেয়ারম্যান সহ কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন ,মুক্তিযোদ্ধা প্রতিনিধি, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


