৮ জন জামায়াত কর্মী বিএনপি’তে যোগদানের খবর’কে ভিত্তিহীন ও মিথ্যা বললেন শার্শা জামায়াত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া’তে ৮ জামায়াত কর্মী বিএনপিতে যোগদানের যে খবর’টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, রবিবার(৩১ আগষ্ট) উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয় শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরা গ্রামে জামায়াতে ইসলামী কর্মীরা বিএনপিতে যোগদান করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর,মিথ্যা ও বানোয়াট।
উপজেলা জামায়াতের নেতারা বলেন, ভিডিওতে যাদেরকে জামায়াত কর্মী বলে দাবি করা হয়েছে— হাজি আনসার আলি, কওসার আলি, লিয়াকত আলি, আয়ুব আলি ও মৃত মুখলেছুর রহমানের পুত্র পাঁচজন কখনো জামায়াতের সাথে জড়িত ছিলেন না। তারা পূর্ব থেকেই বিএনপির সমর্থক ছিলেন। একইভাবে মৃত আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুল মাজেদ গাজী ও হাসান পিতা মৃত আব্দুল আলি গাজী দীর্ঘদিন ধরেই বিএনপির সমর্থক।
বিবৃতিতে বলা হয়, যারা নিজেদের বিএনপির সমর্থক পরিচয় দিয়েই এখনো কার্যক্রম চালাচ্ছেন, তাদেরকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ ধরনের অসত্য ও অপপ্রচার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
শার্শা উপজেলা জামায়াত স্পষ্ট জানায়, এই ৮ জনের কারও সাথেই জামায়াতে ইসলামী বা এর কার্যক্রমের কোনো সম্পর্ক ছিল না। বরং তারা অতীতে বিএনপির সাথেই সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ভিডিও ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
