হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠনের দাবিতে কলারোয়ায় মানববন্ধন

দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন করে হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্বাস্থ্য বিরোধী প্রস্তাব প্রত্যাহর, হয়রানি ও অসম্মান বন্ধের দাবিতে গতকাল সোমবার(১লা আগষ্ট) সকাল ১০.৩০ ঘটিকায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ও হাসপাতালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মোঃ আবদুল বারিকের সভাপতিত্বে ও সংবাদ কর্মী ডা. মোঃ শফিকুর রহমান বাবুর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রভাষক ডা. মোঃ হাবিবুর রহমান, প্রভাষক ডা. আবু জাফর সাদিক,উপজেলা ভিডিএফ সেক্রেটারী ডা. মোঃ মোশাররফ হোসেন, ডা. শফিয়ার রহমান সহ প্রমুখ।
