বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবকাটী বাজারে অফিস উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত
 
            
                     
                        
       		সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ অফিস উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদরের জামায়েত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে ইসলাম ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং এলাকাবাসীর উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।



 
	