সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিমুলক সড়ক প্রচার

সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরী ও সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করার জন্য ‘সচেতনতাবৃদ্ধি মূলক সড়ক প্রচার’ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে এ প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়।
সাতক্ষীরা জেলা তথ্য অফিস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর জন্য জেলাব্যাপী এই সড়ক প্রচারনার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলা সমন্বয়কারী মুরাদুল হক জানান, জেলা তথ্য অফিসের আয়োজনে সকাল থেকে শহরের গুরুত্বপুর্ন এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ‘গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমুলক সড়ক প্রচার’ কার্যক্রম পরিচালনা করে। এসময় কয়েক হাজার মানুষ আদালতের সেবা সম্পর্কে অবহিত হয়েছে বলে তিনি জানান।
প্রসংগত; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *