কলারোয়ায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২ জনকে অর্থ ও কারাদন্ড প্রদান

কলারোয়ায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। ঘটনা ঘটেছে, বৃহস্পতিবার(৪সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া পৌর সদরের জোনাকি হল মোড়ে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জোনাকি হল মোড়ে গাঁজা সেবনরত অবস্থায় পৌর সভার মুরারীকাটি গ্রামের মো.ইয়াছিন মল্লিকের ছেলে হাসিবুল হাসান(১৯) ও একই গ্রামের ঢালিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৩) কে আটক করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয় মাদকসেবিকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক (মামলা নং ৩৪/২০২৫ ও ৩৫/২০২৫, তারিখ ০৪/০৯/২০২৫)
১শত টাকা করে জরিমানা আদায়সহ ১মাসের বিনাশ্রম কারদণ্ড দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন অফিসার এস আই মো. রুহুল আমিন ও এস আই জেসমিন আরা, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী এম এ মান্নানসহ পুলিশ সদস্যবৃন্দ।
