শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায়- মাওঃ আজিজুর রহমান

২৪ জুলাইয়ের শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর রুকন সম্মেলন অনুষ্ঠিত এসব কথা বলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরা আল আমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এবং জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মশলিশে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, ড. রুহুল আমীন।

সম্মেলনে বক্তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

প্রধান অথিতি বলেন, “২৪ জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায়”। “জামায়াত ক্ষমতায় গেলে দেশে শান্তি ও নিরাপত্তা ফিরবে, এবং জনগণ একটি সুখী ও সমৃদ্ধ সমাজ পাবে। এই মুহূর্তে জামায়াতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, উপকেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, মাষ্টার ইদ্রিস আলম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মোসলেম আলী, মাওলানা রবিউল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *