সংবাদ সংগ্রহ করতে যেয়ে কুরআন পেলেন সাতক্ষীরার সাংবাদিকরা

সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক’দের হাতে কোরআন মাজীদ তুলে দিলেন সাতক্ষীরা শহর ছাত্র শিবিরি। সোমবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে “ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন” শীর্ষক একটি সেমিনারের সংবাদ সংগ্রহ করতে গেলে উপস্থিত সাংবাদিক’দের হাতে শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদকের উপস্থিতিতে এসব অর্থসহ কুরআন তুলে দেওয়া হয়।
এসময় শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব, মোঃ আব্দুল গফুর ও মোঃ আনিসুর রহমান, শহর শিবির সেক্রেটারী মেহেদী হাসান, জেলা ছাত্র শিবিরে সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর শিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, বিতর্ক সম্পাদক মোঃ মোর্শেদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মোঃ শাহনেওয়াজ এবং মানবসেবা সম্পাদক মোঃ শামীম হোসেন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *