সাতক্ষীরা প্রেসক্লাবের ক্যান্টিন সংস্কারে অনুদান প্রদান করলেন মুহাদ্দিস আব্দুল খালেক

জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা -২ আসনের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা প্রেসক্লাবের ক্যান্টিন সংস্কারের জন্য অর্থ প্রদান করলেন।
বুধবার( ১০ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় জেলা জামায়াত কার্যালয় থেকে এ অর্থ প্রদান করা হয়।
এসময় জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু নাছের মুহাঃ আবু সাইদ, সেক্রেটারী আব্দুল বারী, অর্থসম্পাদক মাসুদ হোসেন, নিবাহী সদস্য আমিরুজ্জামান বাবু, মুহাঃ জিল্লুর রহমান, সাধারণ সদস্য আবু সাইদ বিশ্বাস, জাকির হোসেন উপস্থিত ছিলেন।
