দেশজুড়ে আলোচনায় উত্তর মুরারীকাটি পালপাড়া সার্বজনীন পূজা মন্দির

কলারোয়ায় পাট দিয়ে তৈরি অনন্য দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকার উত্তর মুরারীকাটি পাল পাড়া সার্বজনীন পূজা মন্দির এবছর দুর্গোৎসবে সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। দেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ ‘পাট’ দিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। ভিন্নধর্মী এ শিল্পকর্ম ইতোমধ্যেই দর্শনার্থীদের নজর কাড়ছে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল বলেন, “প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে চারজন ভাস্কর টানা ৩ মাস পরিশ্রম করে এ প্রতিমাটি নির্মাণ করেছেন। গত ২০২৩ সালে আমাদের মন্দিরে ধান দিয়ে তৈরি প্রতিমা সারাদেশে সাড়া ফেলেছিলো। সেই অনুপ্রেরণা থেকেই এবার পাট দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে।”
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। তবে তার আগেই এই বিশেষ প্রতিমা দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন মন্দির প্রাঙ্গণে। দর্শনার্থীরা বলছেন, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এ ধরনের প্রতিমা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে নতুনভাবে পরিচিত করছে।
স্থানীয় তাপস পাল জানান, “এমন প্রতিমা আগে কখনও দেখিনি। পাট দিয়ে প্রতিমা বানানো সত্যিই অসাধারণ উদ্যোগ।”
কাজল কুমার পাল বলেন, “আমরা গর্বিত, কলারোয়ায় এমন এক প্রতিমা তৈরি হয়েছে যা দেশজুড়ে আলোড়ন তুলেছে।”
স্থানীয় সংস্কৃতিবিদদের মতে, পাট দিয়ে প্রতিমা তৈরি শুধু নতুনত্ব নয়, বরং কৃষিনির্ভর বাংলাদেশের শিকড় ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরছে।
প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কলারোয়ায়। মন্দির চত্বরে চলছে সাজসজ্জা, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। স্থানীয়রা বলছেন, এবারের দুর্গোৎসব কলারোয়ায় হবে স্মরণীয় এবং ব্যতিক্রমধর্মী।
এ ধরনের ব্যতিক্রমধর্মী প্রতিমা শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ছড়াচ্ছে না, বরং বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *