কলারোয়ায় ইউএনও, স্বাস্থ্য কর্মকর্তা ও ওসিকে সংবর্ধনা
সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলামকে এক সংবর্ধনা প্রদান করেছে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, জেলা জামায়াতের শূরা সদস্য ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমাদ আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির, পূজা উদযাপন পরিষদের নেতা হরেন্দ্রনাথ রায় ও সিদ্ধেশ্বর চক্রবর্তী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় তাঁরা সংবর্ধনার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলারোয়া উপজেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও জহুরুল ইসলাম প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলাকায় সুনাম অর্জন করেছেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জনস্বাস্থ্য ও চিকিৎসা সেবায় আন্তরিকতার সাথে কাজ করছেন। আর থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের মাধ্যমে সংবর্ধনা পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সন্তোষ কুমার পাল।


