বিএনপিকে চায় ৪১%, জামায়াতের পক্ষে ৩০%

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতের পক্ষে ৩০ শতাংশের বেশি ভোটার। তবে আগের তুলনায় আওয়ামী লীগের ভোট প্রায় ৫ শতাংশ বেড়েছে।

পরামর্শক সংস্থা ইনোভিশন কনসাল্টিংয়ের জরিপে এমন তথ্য উটেহ এসেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে এ জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়।

জরিপে দেখা যায়, এখন আওয়ামী লীগকে ১৮ দশমিক ৮০ শতাংশ মানুষ ভোট দিতে চায়। যা আগের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশী। আর জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান ৪ দশমিক এক শতাংশ ভোটার।

জরিপে আরও উঠে আসে, ভোটার বিবেচনায় ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। জামায়াত শুধুমাত্র রংপুর বিভাগে এগিয়ে আছে। এছাড়া, বরিশালে এগিয়ে আওয়ামী লীগ ৷

এবারের নির্বাচনে প্রতীক নয়, প্রার্থী বিবেচনায় ভোট দিতে চান ভোটাররা। ভোটে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের স্থানীয় রাজনৈতিক কাযক্রমে সন্তুষ্ট ভোটাররা। তবে তাদের একটি অংশ কোন দলকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত এখনও নেননি।

সারাদেশের মোট ১০ হাজার ৪১৩ জনের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *