১ অক্টোবর থেকে ভারত ভ্রমণের নতুন নিয়ম চালু

২০২৫ সালের ১লা অক্টোবর থেকে ভারত ভ্রমণের নতুন নিয়ম অনুযায়ী, সকল বিদেশী ভ্রমণকারীকে দেশে প্রবেশের আগে অবশ্যই ডিজিটাল ডিস এমবার্কেশন (DE) কার্ড পূরণ করতে হবে। এই নতুন নিয়মটি ভারতে ভ্রমণকারী সকল যাত্রীর জন্য প্রযোজ্য হবে এবং এটি ভারত সরকারের একটি নতুন ব্যবস্থা, যা ভ্রমণের প্রক্রিয়াকে সহজ করার জন্য চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে কার্ড পূরণ করতে হবে।

কার্ড পূরণ করা যাবে যেকোনো এক মাধ্যমে—

১) অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival

২) মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam

কার্ডে যেসব তথ্য দিতে হতে পারে:

*পাসপোর্ট ও ভিসার তথ্য

*ফ্লাইট ও যাত্রার বিবরণ

*ভারতে অবস্থানের ঠিকানা

*জরুরি যোগাযোগের নম্বর

*স্বাস্থ্যসংক্রান্ত প্রাথমিক ঘোষণা (যদি থাকে)

ভারত সরকার জানিয়েছে, আগে থেকে এই কার্ড পূরণ করলে ইমিগ্রেশনে সময় কম লাগবে এবং ঝামেলাও এড়ানো যাবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *