কলারোয়ায় “তারুণ্যের ভাবনা ও আকাঙ্খা শীর্ষক সেমিনার” অনুষ্ঠিত
কলারোয়ায় তারুণ্যের ভাবনা ও আকাঙ্খা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সোশ্যাল এক্টিভিস্ট ফোরাম তালা- কলারোয়া’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফোরামের পরিচালক মোঃ জাকির হোসেনের সার্বিক পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, তালা কলারোয়া আসনের নির্বাচন পরিচালক ডাঃ মাহমুদুল হক, সদস্য সচিব মাওলানা মোঃ ওসমান গনী, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম,
জামায়াত নেতা অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত হোসেন,
অনুষ্ঠানে তালা কলারোয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত দুই শতাধিক তরুণ ও যুবক উপস্থিত ছিলেন।


