কলারোয়ায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। গত বুধবার (১ অক্টোবর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কলারোয়া উপজেলা শাখার ব্যানারে এই কর্মবিরতি শুরু হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত টিকাদান কর্মসূচি (EPI) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় নিয়োজিত স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন।
তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে –
১. নিয়োগবিধি সংশোধন।
২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান)- সংযোগ।
৩. ১৪তম গ্রেড প্রদান।
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ।
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৬. পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
কলারোয়া উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সভাপতি সেলিমুর জামান মিলন বলেন- সারাদেশে আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন কার্যক্রম চলছে।
সরকার যদি দ্রুত আমাদের ন্যায্য দাবি মেনে না নেয়, তবে আমরা আন্দোলন আরও কঠোর করবো।
এদিকে কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।


