দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের বিমান পরিবহন কার্যক্রম সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সই করা এক নির্দেশনায় এই রেড অ্যালার্ট জারি করা হয়। দেশের সব বিমানবন্দরের পরিচালক ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এই নির্দেশনায় সাইবার নিরাপত্তা নিশ্চিতে ১০টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—সকল কর্মকর্তা-কর্মচারীকে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ই-মেইল বা অজানা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা, ব্যবহৃত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ করা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) পদ্ধতি চালু করা।
বেবিচক সূত্রে জানা গেছে, সম্প্রতি লন্ডনের হিথ্রোসহ কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সম্প্রতি বেবিচকের নিজস্ব ওয়েবসাইটেও একটি সাইবার হামলার ঘটনার পর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পরামর্শে এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো।
যেকোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে বেবিচকের নিজস্ব সাইবার রেসপন্স টিম (CAAB-CERT) এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


