কলারোয়া’য় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে রবিবার(১৯ অক্টোবর) সকাল ৯টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এ টিকাদান কর্যক্রম অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্বাস্থ্য সহকারি মোঃ রমজান আলীর নেতৃত্বে পারিচালিত টিকাদান ক্যাম্পেইন এ ধারাবাহিক ভাবে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। অভিভাবকগণ তাদের সন্তানদের স্বতঃস্ফূর্ত ভাবে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান কলারোয়া প্রতিদিনকে জানান, ১২ অক্টোবর, ২০২৫ তারিখ ইউনিসেফ, গ্যাভি— দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সহায়তায় বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম দেশ হিসেবে এই ধরনের ক্যাম্পেইন চালু করলো। এই কর্মসূচির লক্ষ্য হলো প্রায় ৫০ মিলিয়ন (পাঁচ কোটি) শিশুকে টাইফয়েড জ্বর থেকে রক্ষা করতে এক ডোজ জীবনরক্ষাকারী টিসিভি টিকা দেওয়া হবে।বাংলাদেশে ৫ কোটি শিশুকে সুরক্ষিত করতে দেশজুড়ে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিকার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ সময় বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের টিকা গ্রহণে সাহায্য করেন। শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে অনুভুতির কথা জানতে চাইলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সালামা শবনম জারা বলেন, টিকা গ্রহণের আগে আমার মাঝে অনেক ভয় কাজ করছিলো কিন্তু টিকা নিতে আমার কোন কষ্ট হয়নি। সে তার সকল সহপাঠীদের নির্ভয়ে টিকা গ্রহনে উৎসাহিত করেন।


