আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন সম্পন্ন

আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাজিনুর রহমান সাজুর পিতা আব্দুর রশিদ সরদার এর দাফন সম্পন্ন হয়েছে। আশাশুনি গ্রামের মৃত জোহর আলী সরদারের ছেলে আঃ রশিদ সরদার হৃদরোগে আক্রান্ত হলে সাতক্ষীরা নেওয়ার পথে শনিবার ভোর ৬:৩০ টার দিকে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(২৫ অক্টোবর) বিকাল ৪:৩০ টায় আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের জামাতা হাফেজ শাহ জামাল। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য, সাতক্ষীরা-৩(আশাশুনি-কালিগঞ্জ)আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার,কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য আশাশুনির মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান মিনু,বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম,জামায়াতের উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মোরতাজা,অধ্যক্ষ ড.আবুল হাসান,মাষ্টার আবুল কাশেম,মরহুমের পুত্র মাস্টার মনজুরুল ইসলাম। পরিচালনা করেন এবিএম আলমগীর পিন্টু ও আবুল কালাম আজাদ বুলবুল। এসময় বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *