দেবহাটায় কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন

সাতক্ষীরার দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দেবহাটা উপজেলার পারুলিয়া জেলিয়া পাড়া ফুটবল মাঠে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিল্লাহ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, উত্তরা দাশ প্রমুখ।
উল্লেখ্য যে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে যাচ্ছে ব্রেকিং দ্য সাইলেন্স।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *