উদ্বোধনের আলোয় ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস

সাতক্ষীরার কলারোয়া থানা মোড় এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস।

শনিবার (৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত উদ্বোধনী এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকারসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলিম। উদ্বোধনী বক্তব্য দেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক খাঁন মিজানুল ইসলাম সেলিম। তিনি অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, এটি এক মহান দায়িত্ব। সত্যকে তুলে ধরতে সাংবাদিককে হতে হবে ন্যায়নিষ্ঠ, দূরদর্শী ও নীতিবান। সমাজ পরিবর্তনের জন্য সাংবাদিকদের হাতে শক্তিশালী কলমের পাশাপাশি দরকার প্রশিক্ষণ ও সচেতনতা। তরুণদের এই পেশায় উৎসাহী করলে ভবিষ্যতে তারা সৎ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আলহাজ্ব হুমায়ুন কবির এবং উপদেষ্টা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।

এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মোজাফফর হোসেন পলাশ, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, দৈনিক সংগ্রামের কলারোয়া সংবাদদাতা খোরশেদ আলম, কলারোয়া নিউজের প্রকাশক ও আওয়ার নিউজের সম্পাদক আরিফ মাহমুদ, স্টার নিউজ সাতক্ষীরার জেলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ, আরটিভি (অনলাইন) প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি রাশেদুল হাসান কামরুল, পত্রিকা পরিবেশক মনিরুল ইসলাম মনি,

বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব, দৈনিক নতুন সূর্যের ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রধান বার্তা সম্পাদক তাজউদ্দিন আহমেদ রিপন, এস.এম নিউজ এস এম সোহাগ ও রাব্বি হোসেন কলারোয়া প্রতিদিন এর বার্তা সম্পাদক মীর রোকনুজ্জামান, রেজওয়ান উল্লাহ, সহ-সম্পাদক শরীফুজ্জামান মিঠু, মোর্তজা হাসান, তাফহীমুল ইসলাম, স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম জাহিদ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ ইকরামুল হক, আলফাজ রহমান রাজু, আরাফাত হোসাইন, মুন্না হোসাইন, কলারোয়া পৌর প্রতিনিধি আশরাফুল ইসলাম রুস্তম, জয়নগর প্রতিনিধি আতিকুর রহমান, জালালাবাদ প্রতিনিধি আমিনুর রহমান, কয়লা প্রতিনিধি সামিউল ইসলাম, লাঙ্গলঝাড়া প্রতিনিধি শফিকুল ইসলাম গাজি, কেড়াগাছি প্রতিনিধি জাবিদ হোসেন, সোনা বারিয়া প্রতিনিধি মুনাওয়ার হোসাইন মাসউদ, চন্দনপুর প্রতিনিধি আব্দুল কাদের, হেলাতলা প্রতিনিধি কাজী গাউসুল আজম, কুশোডাঙ্গা প্রতিনিধি ইসরাইল হোসেন পলাশ, যুগিখালি প্রতিনিধি মোঃ আবু সাঈদ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *