সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন

সাতক্ষীরা জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে মোজাফফর গার্ডেন রিসোর্ট এর সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়।
সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এস এম এ কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) জনাব মোঃ আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জনাব সুভাষ চন্দ্র্র সাহা, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থপক জনাব শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফায়সাল, সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা জনাব মো: জিহাদুল ইসলাম।
এ সময় মহাব্যবস্থাপক ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে তা প্রতিপালনের বিষয়ে উপস্থিত শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। একই সময়ে তিনি লো কষ্ট/নো কষ্ট ডিপোজিট সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন এবং সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে সাতক্ষীরা মূখ্য অঞ্চলের ১৭ টি শাখার শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *