কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এ সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেত্রী–কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডাঃ ইউনুস আলী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন ‘আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের কার্যক্রম স্থবির করতে অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছিল, নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল কিলিং হয়েছে। আমরা মানুষের কাছে জান্নাত বিক্রি করি এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। জামায়াতে ইসলামীর লক্ষ্য সমাজের অপশক্তিদের হাত থেকে রক্ষা করে, ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামপন্থী আদর্শ ধরে রাখা।’
তিনি আরও বলেন, “আমি আশা করছি, সবার সহযোগিতা এবং দোয়া নিয়ে আল্লাহ সুবহানাতায়ালা তাকে চাইলে ইনশাআল্লাহ তিনি এখানে বিজয় লাভ করবেন।” অনুষ্ঠানে প্রায় ৪ নারী নেত্রী কর্মীরা উপস্থিত ছিলেন।

মহিলা সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, পৌর সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি অধ্যাপক ইমামুল হক, জামায়াত নেতা আব্দুল রকিব, জালাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের বিভিন্ন কর্মপরিকল্পনা ও নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *