শৃঙ্খলা, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে-সাতক্ষীরা’য় সিবগাতুল্লাহ সিবগা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকায় আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা আল মামুন।
এছাড়া উপস্থিত জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ নাহিদ হাসান, প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে অংশগ্রহণকারী বাছাইকৃত কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্যে অবিচল থেকে নিজ নিজ অবস্থান থেকে যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। তিনি শৃঙ্খলা, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাছাইকৃত কর্মীদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং সাংগঠনিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।


