বেনাপোলে সৌদি ও ইউএস ডলারসহ এক বাংলাদেশী যাত্রী আটক
বেনাপোল চেকপোস্ট থেকে এক লক্ষ দশ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার আমেরিকান ডলারসহ শফিউল ইসলাম নামে ১ পাসপোর্টযাত্রী কে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২১শে) নভেম্বর সকালে ভারত থেকে আসার সময় স্ক্যানার থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে আইসিপি বিজিবি সুবেদার মিজানুর রহমান জানান,স্ক্যানিং কার্যক্রম চলাকালে যাত্রী শফিকুল ইসলাম যার পাসপোর্ট নং B00745663, তার ল্যাগেজ তল্লাশি করে ১ লক্ষ্য, ১০ হাজার সৌদি রিয়াল ও ১০হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।
যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।
আটক শফিকুল ইসলাম হলেন ঢাকার লালবাগ থানার হরনাথপুর ঘোষ রোড এলাকার বাসিন্দা।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।


