ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকাও অপরিসীম: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকাও অপরিসীম। হজরত সুমাইয়া (রা.) ছিলেন মহিলা সাহাবিদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশাও (রা.) যুদ্ধে অংশ নিয়েছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে নারীদের এগিয়ে আসতে হবে।”

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তালা-কলারোয়া আসনের কেরালকাতা ইউনিয়নের সিংগা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দলের নারী কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “প্রতিদিন সকাল-বিকেল গ্রুপ করে করে নারী অঙ্গনে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছাতে হবে। পুরুষরা পুরুষদের কাছে, নারীরা নারীদের কাছে ইসলামী রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত দেবেন। তাহলে, আমরা সবাই মিলে ইসলামী রাষ্ট্র গড়তে পারব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “রাষ্ট্র ও জীবনকে শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন। রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে।”

ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাস্টার শওকত আলী, এরশাদ হোসাইন।
আরও উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন জামায়াত নেতা মোঃ আমজাদ হেসাইন,আহসানুর রহমান,শরিফুল ইসলাম,শাহিনুর রহমান, সেলিম হোসেন, আব্দুল্লাহ আল যোবায়ের প্রমুখ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *