খুলনায় জামায়াত সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ ১ ডিসেম্বর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী ১ ডিসেম্বর খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করেছে খুলনার ৮ দলের নেতাকর্মীরা। দফায় দফায় চলছে প্রস্তুতি বৈঠক। সমাবেশে বক্তব্য রাখবেন ৮ দলের শীর্ষ নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর নগরীর শিববাড়ি মোড়ে (বাবরি চত্বর) দুপুর ২টায় ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অতিথি থাকবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের আমির মামুনুল হক, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন বলেন, খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে সমাবেশ সফলে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার আছরবাদ নগরীতে প্রচারপত্র বিলি, এশা বাদ যৌথ বৈঠক, ২৮ ও ২৯ নভেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল, ৩০ নভেম্বর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। এছাড়া ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর সকাল পর্যন্ত নগরজুড়ে মাইকে প্রচার করা হবে। ১ ডিসেম্বর দুপুর ২টায় শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *