৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১ ডিসেম্বর সমমনা ইসলামী ৮ দলের খুলনায় মহা সমাবেশ উপলক্ষে সাতক্ষীরা সদর জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরে আলআমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের জনশক্তিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের স্মরণ কালের মহাসমাবেশ করতে যাচ্ছে দলগুলো। মহাসমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিবেন।
এতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, উপজেলা নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, মাও: মাহফুজুর রহমান, মাও: আব্দুস সবুর, অধ্যাপক সহিদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন দ্বায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


