তালা–কলারোয়ায় জমে উঠেছে নির্বাচনী উত্তাপ; এগিয়ে জামায়াত
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা তালা ও কলারোয়া নিয়ে গঠিত সাতক্ষীরা–১ আসনে শুরু থেকেই জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। চার মাস আগেই সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে মাঠ গরম করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতা–কর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।
স্থানীয়দের মতে—রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট, মাদক দমন এবং শিক্ষার মান উন্নয়ন—এবারের নির্বাচনে তাদের প্রধান দাবি। সব মিলিয়ে সাতক্ষীরা–১ আসন আবারও জেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতোমধ্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে ঘিরেই এলাকায় সবচেয়ে বেশি আলোচনা। প্রচারণা, কর্মীসভা ও গণসংযোগ—সব ক্ষেত্রেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজ রাজনৈতিক অভিজ্ঞতা, অতীত কর্মতৎপরতা ও উন্নয়ন–পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয়ের প্রচেষ্টায় ব্যস্ত সময় পার করছেন তিনি।


