জামায়াত আমীরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে জামায়াত আমীরকে দেখে কান্নায় ভেঙে পড়েন হাদির বড় ভাই ওমর। পরে ডা. শফিকুর রহমান তাকে সান্ত্বনা দেন।

হাসপাতালে যাওয়ার আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন—এ তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোস্টে তিনি আরও লেখেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে সহিংসতার কোনো জায়গা নেই। এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং আল্লাহর কাছে ওসমান হাদির পূর্ণ সুস্থতা কামনা করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *