পাটকেলঘাটায় ছাত্রশিবিরের আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
‘সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল আন্তঃ ইউনিয়ন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার অন্তর্গত পাটকেলঘাটা আদর্শ থানা শাখা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় কুমিরা বাসস্ট্যান্ড ফুটবল মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়। এতে থানা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের মোট ৮টি দল অংশগ্রহণ করে। তরুণ প্রজন্মের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
পাটকেলঘাটা আদর্শ থানা শিবিরের সভাপতি মুজাহিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো টুর্নামেন্টটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ওমর ফারুক। এসময় সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মুজাহিদ শেখ বলেন, “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে চারিত্রিক উৎকর্ষ সাধনে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই মেধা ও মননে একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠুক, যারা সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখবে।”


