কলারোয়ায় ঝিকরার সিরাজুল ওরফে ‘বড় ভাই’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের অত্যন্ত সহজ-সরল ও ধর্মপ্রাণ মানুষ সিরাজুল ইসলাম ওরফে ‘বড় ভাই’র রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জোহর নামাজ শেষে মরহুমের নিজ বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মরহুমের স্মৃতি চারণ করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল বারী। কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, গদখালি ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুর রকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম।
আলোচক বৃন্দ বলেন, “মরহুম সিরাজুল ইসলাম ওরফে বড় ভাই ছিলেন একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষ। তবে তার এই সীমাবদ্ধতা কখনও তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে পারেনি। এলাকাবাসীর মতে, তিনি ছিলেন অত্যন্ত নামাজি এবং ইসলামের প্রতি অনুরাগী একজন মানুষ।”
বিশেষ করে বাজারে অবস্থানকালে তিনি নিয়মিত থানা মসজিদে নামাজ আদায় করতেন। শুধু নামাজ পড়াই নয়, নিজ উদ্যোগে ও স্বেচ্ছায় তিনি মসজিদের ভেতরের এবং চারপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন। প্রচারবিমুখ এই মানুষটি নিঃস্বার্থভাবে মসজিদের সেবা করে গেছেন, যা উপস্থিত সবার হৃদয়ে দাগ কেটে যায়। বক্তারা তার এই অকৃত্রিম দ্বীনদারী ও সারল্যের প্রশংসা করেন।
মাহফিল শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসী উপস্থিত হয়ে মরহুমের জন্য দোয়া করেন।


