কলারোয়ায় বাস–নসিমন মুখোমুখি সংঘর্ষ: নিহত-১
সাতক্ষীরার কলারোয়ায় পিকনিকের একটি বাস ও শসা বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম অপু (২০) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে যশোর–সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখে যাত্রী নিয়ে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি পিকনিকের বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। একই সময় যশোর দিক থেকে শসা বোঝাই একটি নসিমন কলারোয়ার দিকে আসছিল। ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় নসিমনটি উল্টে গেলে চালক অপু সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসটির চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও নসিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


