গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের জীবনমান উন্নয়নে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শুক্রবার(২৩ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, বাসস্থান, ফ্যামিলি কার্ডসহ নাগরিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুন। এবার কোনো ‘দিনের ভোট রাতে’ হবে না—ভোট হবে স্বচ্ছ ও নিরপেক্ষ।”
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র গঠনের রূপরেখা বাস্তবায়নে জনগণের ভোট অপরিহার্য। তার নেতৃত্বেই দেশের মানুষের স্বপ্ন পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


