দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর রাষ্ট্র পরিচালনার সুযোগ চাই — অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাষ্ট্র পরিচালনার সুযোগ চেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আওরঙ্গজেবের সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়।
অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন,
“আমরা তালা উপজেলাকে জলাবদ্ধতামুক্ত করতে চাই। পাশাপাশি হাসপাতালসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।”
তিনি আরও বলেন,
“জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে দেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস নির্মূল করা হবে। খুন, গুম ও সব ধরনের সহিংসতা বন্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন,
“জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। হিন্দু, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী মানুষ যাতে নিরাপদ ও নির্ভয়ে চলাফেরা করতে পারে—সে নিশ্চয়তা আমরা দিতে চাই। নাগরিক অধিকার নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দিতে চাই।”
তিনি মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোঃ মাহমুদুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ সুজায়েত আলী, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা যুবশক্তির আহ্বায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মির্জা সাকিব, জেলা সমন্বয়ক মামুন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


