এপ্রিলেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল
চলতি মাস এপ্রিলেই প্রকাশ করা হতে পারে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনটিআরসিএ কর্মকর্তারা জানান, শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার একমাসের মধ্যেই ফলাফল ষোষণা করতে হয়। তাই ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই মধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠা এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, চলতি এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা এ মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।
গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয় ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। দেশের আটটি বিভাগের ২৪ জেলা শহরে ওইদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।