বর্ষিয়ান জননেতা শেখ আবুল কাশেম এর জানাজায় মানুষের ঢল

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শাখার প্রথম সভাপতি সর্বজন শ্রদ্ধেয় শেখ আবুল কাশেমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার হাজার হাজার জনতা।
মঙ্গলবার রাত ৯ টায় কলারোয়া হাই স্কুল ফুটবল ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের আগে দোয়া চেয়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছেলে মোঃ রেজাউল ইসলাম।
জানাজা নামাজের ইমামতি করেন ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল বারী।
তার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই স্থানীয় বহু অমুসলিম তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন এবং বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায়
নামাজে জানাজাপূর্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মাওলানা আজিজুর রহমান, খুলনা মহানগরী আমীর মাহফুজুর রহমান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ ইমরান হোসাইন, যশোর জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নছর, প্রফেসর আব্দুর রাজ্জাক, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লালটু, সরদার আবু তালেব, জাতীয় পার্টির উপজেলা সভাপতি এম মনসুর আলী প্রমুখ।
নামাজে জানাজার পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, ছাত্র জীবন থেকে প্রাণবন্ত তরতাজা আলহাজ্ব শেখ আবুল কাশেম কে আমি কাছ থেকে দেখেছি। তিনি কলেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছেছেন।বারবার বিভিন্ন সেক্টরে নির্বাচিত এই জনপ্রতিনিধি ও সদালাপী মানুষ ছিলেন তিনি। আজকে জানাজায় এই হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে শেখ আবুল কাশেম কেমন লোক ছিলেন।
তিনি আরো বলেন, মরহুম আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি, আমরা তাঁর আদর্শ লালন করে এ ময়দানে কাজ করতে চাই। মরহুম শেখ আবুল কাশেম কে হারিয়ে কলারোয়াবাসীসহ আমরা একজন অভিভাবককে হারালাম।
এ দিকে নামাজে জানাজায় অংশগ্রহণকারী ৬০ ঊর্ধ্ব বয়স্ক মানুষ বলেন, তাদের জীবনে কখনো কোনো নামাজে জানাজায় এত মানুষ দেখেননি।
