আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন
আমিনুল ইসলাম লাল্টুর শোডাউনে মানুষের ঢল
সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) আমিনুল ইসলাম লাল্টুর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামি ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন উপলক্ষ্যে এ মিছিলে মানুষের ঢল নামে
রবিবার (২৮ এপ্রিল) বিকালে কলারোয়া ফুটবল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদের আবারো চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু বলেন, আগামি উপজেলা নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমরা কোন হুমকী-ধামকীতে ভয় পাই না। জনগণ আমাদের পাশে আছে। তারই প্রমান আজকের এই জনসভা।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম লাভলু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম. মোরশেদ আলী, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কেঁড়াগাছির সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, আ.লীগ নেতা মারুফ হোসেন, শেখ মোসলেম আহম্মেদ, আমজাদ হোসেন, আজিজুর রহমান, আনারুল ইসলাম, পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, মহিদুল ইসলাম, জয়দেব সাহা, আতাউর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, হাসানুজ্জামান হাসান, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা টিপু, ফাহিম প্রমুখ।
জনসভা শেষে বের হওয়া মিছিল কলারোয়া পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।