খরায় ঝরছে আমের গুটি, ফলন কমের আশঙ্কা

সাতক্ষীরার কলারোয়াতে তীব্র তাপদাহে আমের উপর প্রচন্ড বিরুপ প্রভাব ফেলেছে। গত মৌসুমের চেয়ে মুকুল এসেছে কম। তারপর হিট ইনজুরিতে আরো ত্রিশভাগ আমের গুটি ঝড়ে পড়েছে। ক’দিন আগেও আমের ডগায় বেশ গুটি দেখা গেলে এখন প্রায় শূন্য। যেটুকু আছে তা বাঁচাতে দিন রাত সেচ, কীটনাশক স্প্রে করে বাঁচানোর প্রচেষ্টা দৃশ্যমান। মাঠ পর্যায়ে আমচাষীদের সাথে কথা বলে জানা যায় তাদের হতাশার কথা।

আম ব্যবসায়ী আবুল হোসেন ব্যাপারি বলেন, প্রতি বছর এ অঞ্চলের আম বাগান ও বাড়ির গাছ থেকে কাঁচা ও পাকা আম কিনে বিভিন্ন বাজারে বিক্রি করি। চলতি বছর খরার কারনে আমের গুটি ঝরে যাচ্ছে। ফলে কাঁচা আমের সরবরাহ কমে গেছে। এভাবে চলতে থাকলে পাকা আমের ফলনও কম কমে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *