কলারোয়ার জালালাবাদে তীব্র তাপদাহে শীতল পানি-স্যালাইন ও জুস বিতরণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুরে চলমান তীব্র তাপদাহে সাধারণ চাষীদের মাঝে মাঠে গিয়ে মাঝে বিশুদ্ধ শীতল খাবার পানি-স্যালাইন ও জুস বিতরণ করেছে শংকরপুর জনকল্যাণ তহবিল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২মে) প্রায় ৫০ জন চাষীদের মাঝে পানি,জুস ও স্যালাইন বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা বলেন তীব্রতাপদাহের ভিতরে চাষীরা প্রচন্দ রোদের ভিতরে কাজ করছে তাদের ভিতরে একটু স্বস্তি ফেরানোর জন্য শীতল পানি, জুস ও স্যালাইন বিতরণ করেছি।
স্যলাইন জুস ও খাবার পানি পেয়ে চাষীরা জনকল্যাণ তহবিল এর জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *