বিদেশিরা ক্ষমতায় বসাবে, বিএনপির সেই স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। মির্জা ফখরুলের মানসিক ট্রমা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসিয়ে দেবে, বিএনপির সেই স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (২৪ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আবরার ও বিশ্বজিৎ এর হত্যাকারীদেরও সরকার রক্ষা করেনি বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তা উল্লেখ করেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন সরকার তাদের শাস্তির বিষয়ে সৎ সাহস দেখিয়েছে। সরকার কোনো অপরাধীকে রক্ষা করতে যাবে না।