সাতক্ষীরা সদরে মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পাটি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৬২০ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মোরশেদ ১৬ হাজার ৭৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ ৩ হাজার ১৭২ ভোট।

১৪০ কেন্দ্রের সবকটির গণনা শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *