তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তালা উপজেলার বারুইহাটি এলাকায় এঘটনা ঘটে। মারা যাওয়া কলেজ ছাত্র সোয়েব গাজী(১৮) তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র।

স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠে জাম পাড়তে।

এসময় অসাবধানতা বশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক ডা: প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *