জয় দিয়ে ইউরো মিশন শুরু রোনালদোর পর্তুগালের

শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নাটকীয় জয় দিয়ে ইউরো মিশন শুরু করলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে ইএসপিএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ ইউরো অভিযান শুরু হলো জয় দিয়েই। তবে ম্যাচে আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। খেলার একটা সময় পর্তুগিজ সমর্থকদের দেখা যায় চরম স্নায়ু চাপে। খেলার ৬২ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে দারুণ এক গোল করেন লুকাস প্রোভড।

তবে চেকরা বেশিক্ষণ লিড ধরে রাখতে সক্ষম হয়নি। সাত মিনিট পরেই পর্তুগালের নুনো মেন্ডেসের হেড ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন তিনি। সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় চেকের জালেই। হয় আত্মঘাতী গোল। খেলায় সমতায় ফেরে পর্তুগাল।

এরপরই শুরু হয় নাটক! নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে দিয়েগো জোতার চেকের জালে বল পাঠালেও রোনালদো অফসাইড থাকায় বাতিল হয়ে যায় সেই গোল। তবে যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত পর্তুগাল।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *