কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১১
![](https://dainikkalaroapratidin.com/wp-content/uploads/2024/06/IMG-20240620-WA0004-900x450.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২:৩০ মিনিটের দিকে সাতক্ষীরা টু যশোর মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা কলারোয়া প্রতিদিনকে জানিয়েছেন যে, কলারোয়া উপজেলাধীন বেলতলা সংলগ্ন কেরালকাতা মিস্ত্রীর মোড় নামক স্থানে সাতক্ষীরা জ ০৪-০০৭৪ নামক যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার সময় বাস ও ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়।এতে শিশু, মহিলাসহ ১১ জন আহত হয়েছে।
আহতদেরকে তাৎক্ষণিক পার্শ্ববর্তী যশোর জেলার শার্শা উপজেলাধীন বাগআঁচড়া জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়।
![](https://dainikkalaroapratidin.com/wp-content/uploads/2024/12/462156535_542075455096304_8440317249784581201_n.jpg)