কলারোয়ার হিজলদীতে দেখা মিললো ভয়ঙ্কর রাসেল ভাইপারের; জনমনে আতঙ্ক

কলারোয়া প্রতিদিন ডেস্কঃ
সাতক্ষীরার কলারোয়াতেও দেখা মিলল ভয়ংকর বিষধর রাসেল ভাইপার। এতে আতঙ্কিত এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা সীমান্তের হিজলদী বাজারের পাশে রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া যায়। এর আগে একই এলাকায় আরো দুটি রাসেল ভাইপার সাপ দেখা যায়। পরে এলাকাবাসী তা মেরে ফেলে। এটা নিয়ে জনমনে আতঙ্ক চলছে।
কলারোয়ার ভারত সীমান্ত ঘেঁষা হিজলদী গ্রামের মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মাঠে যান। ধানক্ষেতের পাশে এই সাপটি তিনি দেখতে পান। সাপটি দেখার পরেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তিনি কিছু দূরে যেয়ে সাপের গতিবিধি লক্ষ্য করেন। পরে তিনি কৌশলে খুব সাবধানে আস্তে আস্তে সাপের কাছে যান এবং সাপটি মেরে ফেলতে সক্ষম হন।

তিনি সাপটি ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিছুদিন আগে এই একই এলাকায় একজোড়া সাপের দেখা যায়। ধানক্ষেতে এরা বিশেষ করে আশ্রয় নেয় ।পৃথিবীর দ্বিতীয় সবথেকে ভয়ংকর সাপ হলো ওই রাসেল ভারপার অর্থাৎ চন্দ্রবোড়া সাপ। তিনি বলেন এর লেস খুব লম্বা হয় না সাপটি বেশি লম্বা না তবে বেশ মোটা সাপের মাতা খুব বড় গালের ভিতরে উপরের দুটি দাগ নিচের দুটো দাঁত বেশ বড় কোঁকড়ানো এবং শক্তিশালী।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *