বেইলি ব্রিজ ভেঙ্গে মাইক্রোবাস খালে নিহত ১০
কলারোয়া প্রতিদিন ডেক্সঃ বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে ১০ নিহত হয়েছে। শনিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চাওড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুইটি মাইক্রোবাসে করে তারা বিয়ে বাড়ি যাচ্ছিলেন। বেইলি সেতুটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ ছিল। সেতুর ওপর মাইক্রোবাস উঠলে এটি ভেঙে যায়। এ ঘটনায় ১০ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।