বিয়ের দুই মাস না পেরোতেই ট্রেনে কাটা পড়ে মারা গেল সাতক্ষীরার মাহমুদুল

ট্রেনে কাটা পড়ে সাতক্ষীরার মাহমুদুলসহ ২ যুবক নিহত: বাড়িতে শোকের মাতম

কলারোয়া প্রতিদিন ডেক্সঃ মাত্র দুই মাস আগে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার নূরুল আমিন দিপুর কন্যা সাদিয়া সুলতানার বিয়ে হয় ইটাগাছা বাঙালের মোড় এলাকার শাহ আলমের পুত্র মাহমুদুল হাসানের। মাত্র ৯দিন আগে সাদিয়া সুলতানা বধুবেসে এসেছিলেন স্বামী মাহমুদুল হাসানের বাড়িতে। হাতে তাঁর মেহেদির রং এখনো ফুরায়নি। স্বামী মাহমুদুল চাকরি করতেন রাজধানী ঢাকার কুড়িল এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছিলেন মাহমুদুল হাসান (৩০)। রবিবার সকালে সংবাদ আসে মাহমুদুল হাসান (৩০) ট্রেনের ধাক্কায় মারা গেছে। এমন খবরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহমুদুল হাসান (৩০) সহ দুই জন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *